Single Page

About Us


এক নজরে “Live Education BD “

প্রতিবছর ৪০ হাজারের  ও বেশি স্টুডেন্ট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং করে বের হচ্ছে। এর পরে তারা DUET ভর্তি পরীক্ষা অথবা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয়া শুরু করে। সে ক্ষেত্রে একজন নতুন ছাত্র/ছাত্রী তারা কোথায় থেকে চাকরি প্রস্তুতি  শুরু করবে কাদের পরামর্শ নিবে তা নিয়ে হতাশায় ভুগছেন। আর যারা  এই বিষয়ে গাইডলাইন প্রদান করে সে সকল প্রতিষ্ঠানের বেশিরভাগ গাজীপুর ডুয়েড এরিয়াতে অথবা ঢাকায় অবস্থিত । অনেক স্টুডেন্ট এর ইচ্ছা থাকা শর্তেও  গাজীপুরে গিয়ে এই সকল সুবিধা নিতে পারছেনা।  

তা ছাড়া এই সকল প্রতিষ্ঠানের কোর্স  ফি ও গাজীপুরে অবস্থানের খরচাও  অনেক বেশি হয়ে  থাকে এবং পড়াশোনার মান যথার্থ না থাকায় অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারছেনা। যার ফলে সরকারি চাকরি নামে স্বপ্নটি তাদের স্বপ্নই থেকে যায় ।

 এ সকল বিষয়ে চিন্তা করেই  আমরা , সরকারি চাকরি প্রত্যাশী স্টুডেন্টদের গাইডলাইন ও সহায়তায় একটি অনলাইন প্লাটফর্ম প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছিলো  যার সুচনা হয়েছিলো ২০১৯ সালে SAE-Online Exam Group (SOEG) এর মাধ্যমে এর ধারাবাহিকতায় আজ আমরা “Live Education BD “ অনলাইন জব প্রস্তুতির একটি স্মার্ট প্লাটর্ফম গড়ে তুলেছি।  যেখানে আপনি  শুধু গাজীপুর নয়, গ্রামে , শহরে, অফিসে, জব সাইটে বসেই আমাদের ওয়েব সাইট থেকে উপ-সহকারী প্রকৌশলী , ১১ থেকে ২০ গ্রেডের জব, শিক্ষক নিবন্ধন, সহ সকল প্রকার জব প্রস্তুতি নিতে পারবেন । যেখানে ১,০০,০০০ এর বেশি MCQ Question , Written Question, & Vaiva Question নিয়ে  বর্তমানে আমাদের Live Education BD আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন আমাদের নতুন নতুন প্রশ্ন সংযোজন ও আপডেট এর  মাধ্যমে আপনাদের  প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে  ফেসবুক পেইজ ,ফেসবুক গ্রুপ সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সেবা প্রদান করা হচ্ছে। 

বিস্তারিত জানতে কল করুন -০১৭১৮-৭৭৮১৮৪